দাবানলের কারণে গ্রিসের রোডস দ্বীপ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা। শনিবার হাজার হাজার মানুষ সৈকত এবং রাস্তায় রাত কাটিয়েছে। রোববার অনেককে সৈকত থেকে প্রাইভেট বোটে করে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তিনটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান রোডসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।
গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত রোডস দ্বীপ উষ্ণ সমুদ্র এবং প্রাচীন স্থানগুলির জন্য বিখ্যাত। দাবানলের কারণে ছড়িয়ে পড়া আগুনে গাছগুলো পুড়ে গেছে। পোড়া গাড়ির কাছে রাস্তায় মৃত পশু পড়ে থাকতে দেখা গেছে।
অগ্নি নির্বাপন বিভাগ জানিয়েছে, ১৯ হাজার লোককে বাড়ি ও হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রোডসের দক্ষিণ-পূর্বে প্রায় এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা দাবানলের পরে শনিবার সমুদ্র সৈকত থেকে কোস্টগার্ডের জাহাজ এবং ব্যক্তিগত নৌকাগুলোর মাধ্যমে তিন হাজারেরও বেশি পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্যদের দ্বীপের হোটেল, কনফারেন্স সেন্টার, ও স্কুল ভবনে সাময়িকভাবে রাখা হয়েছে। সেখানেই তাদের খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।