এবিএম সালেহ উদ্দীন
মানুষগুলো কেমন যেন ঝিনুকছাঁচে বন্দী
মরছে মানুষ পশুর দ্বারা অমানুষের সন্ধি !
বিলাস বহুল অট্টালিকায় জীবনটাকে কাটিয়ে
ক্ষমতার গদি বানায় নিরীহকে খাঁটিয়ে ।
মিয়ানমারের পশুরাজের ধংসলীলা উল্লাসে
মুখ খোলেনা ক্ষমতাবান বর্বরতার বিনাশে ।
কেমন করে ঘুমিয়ে থাকে সুশীল সমাজ যারা
প্রতিরোধে ধংসলীলা মুখ খোলে না তারা ।
নারী-শিশুর লাশের ওপর ভাসে কত প্রাণ
মানবতার রক্ষা কল্পে নেই কি কোন টান।
তবু তাদের কেমন করে মানুষ বলা যায়
অমানুষদের সঙ্গী হয়ে জীবন গা ভাসায়।
আকাশ কাঁদে বাতাস কাঁদে ঐ শিশুদের তরে
সুখের পরশ ছোঁয়ায় যেন ফিরতে পারে ঘরে।
কোথায় ওদের মা-বাবা কিছুই নাই যে তাদের জানা
ক্ষুধার জ্বালায় কাতর ওরা নেই যে কোন দানা।
কোন বা দোষে ওদের ভাগ্যে এমন পরিহাস
আদর সোহাগ বিহীন তাদের জীবন সর্বনাশ ।
গন্তব্যটা কোথায় ওদের তাও জানা নাই
চক্ষু খোলে দেখুক বিশ্ব তুমিও দেখো ভাই । ।