বিয়ের জন্য পাত্র দেখতে এসে লকডাউনের কারণে সেই ছেলের বাড়িতেই আটকা পড়েছেন এক তরুণী। চীনের ঝেংঝু শহরে এমন ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে এএফপি।
গত সপ্তাহে ঝেংঝু শহরে শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এর পরপর কর্তৃপক্ষ গত বুধবার শহরটিতে লকডাউন ঘোষণা করে। কঠোর এই লকডাউনের মধ্যে নগরী থেকে কারো বের হওয়া কিংবা বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বুধবারই লকডাউন ঘোষণার আগে শহরে নিজের বিয়ের জন্য পাত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণী।
মঙ্গলবার অনলাইনে সাংহাইভিত্তিক পত্রিকা দ্য পেপারকে ওয়াং নামের ওই তরুণী বলেছেন, ‘আমি ঝেংঝুতে আসার পরপর প্রাদুর্ভাব ঘোষণা করা হয় এবং তার (পাত্রের) এলাকায় লকডাউন ঘোষণা করা হয় এবং আমি আর বের হতে পারিনি।’
তিনি বলেন, ‘আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি, আমার পরিবার আমাকে ১০ পাত্রের সঙ্গে পরিচয় করিয়েছিল…পঞ্চমজন আমাকে তার রান্নার দক্ষতা দেখাতে চেয়েছিল এবং এর জন্য সে আমাকে তার বাড়িতে নৈশভোজের দাওয়াত দিয়েছিল।’
লকডাউনে কারণে সেই পাত্রের বাড়িতে আটকে পড়ার পর থেকে নিজের দৈনন্দিন জীবনযাপন ভিডিও রেকর্ড করতে শুরু করেন এবং এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে থাকেন। এর একটি ভিডিওতে দেখা গেছে, পাণিপ্রার্থী সেই যুবক ওয়াংয়ের জন্য রান্না করছে, গৃহস্থালি কাজকর্ম করছে এবং ওয়াং যখন ঘুমিয়ে পড়ে তখন সে ল্যাপটপে কাজ করে।
ওয়াং অবশ্য জানিয়েছেন, এতোদিন এক বাড়িতে থাকলেও দুজনের ভালোবাসার গোলাপ এখনও ফোটেনি। কারণ ওই তরুণ কম কথা বলেন।
ওয়াং বলেন, ‘সে কাঠের পুতুলের মতো নিশ্চুপ থাকে। অন্য সবকিছু (তার সম্পর্কে) বেশ ভাল। তার রান্না করা খাবার মোটামুটি মানের হলেও সে এখনও রান্না করতে ইচ্ছুক, আমি মনে করি এটা দুর্দান্ত।’