শরীফ হাসান
ক্লান্ত দিনের শ্রান্ত কৃষক
কাঁধের গামছায় মুছে ফেলে ঘাম
শিথিল মাংসপেশী নিমিষেই টান টান
জোয়াল ফেলে সে পালায় না।
গত বারের ফসল ভেসেছিল বানে
এ বছর সূর্যটা বেজায় কড়া
তবু সে রোবে কচি ধানের চারা
খাক হয়ে যেতে পারে সব, বিশ্বাস পুড়েনা।
পাথর দুপুরে তপ্ত হাতুড়ি ফেলে
শ্রমিক ঘরে ফেরেনা
মাড়িয়ে কঙ্কাল বদ্ধ চোয়াল
গাইতি চালায় প্রবল বেগে
গড়ে যায় পথ, দাবদাহে ডরেনা।
লড়ে যায় অভীক
নীরবে সন্তর্পনে
অটল অদ্রি উন্মাদ লিওনাইডাস
বুনো বর্বর ভীষণ গোঁয়ার
ভস্ম হবে তবু পরাজয় মানবেনা।