সংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
সংগীতশিল্পীর ছেলে মাশুক আলমগীর বলেন, ‘অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসায় গতকাল রাতেই বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’ তিনি এ সময় দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান।
ফকির আলমগীরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আজ (১৯ জুলাই) সকাল ১১টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন বলেও জানান রাজিব।
এদিকে গতকাল দুপুরে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর জানিয়েছিলেন তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ফকির আলমগীর। তিনি করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হঠাৎ অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফকির আলমগীরকে। তারপর থেকে সেখানেই চিকিৎধীন রয়েছেন এই শিল্পী।
ফকির আলমগীর গণসংগীত পরিবেশন করে ৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করেন। একাত্তরের শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি ছিলেন। শুধু তাই নয়, অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে লড়াই করেছেন এই শিল্পী।