ভারতের লাদাখের গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে সরতে শুরু করেছে চীনা ও ভারতীয় সেনারা। আগামী সোমবারের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
আগামী সপ্তাহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার আগেই গোগরা-হটস্প্রিংস সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরছে দুই দেশের সেনারা।
২০২০ সালের জুন মাসে এই সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সংঘাত হয়। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয় এবং চীনের ৪০ সেনা নিহত কিংবা আহত হয়। এর জের ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে শুরু করে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, উভয়পক্ষ অস্থায়ীভাবে নির্মিত অবকাঠামো এবং এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো সরিয়ে নেবে।
তিনি জানান, এই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি, উভয় পক্ষ কঠোরভাবে মেনে চলবে এবং সম্মান করবে এবং স্থিতি অবস্থায় কোন একতরফা পরিবর্তন হবে না।’