ভিনগ্রহের ফুটবলার হলেন লিওনেল মেসি। মেসি মানেই নতুন কোনো রেকর্ড। রেকর্ড গড়া আবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই যেনো তার নেশা হয়ে গেছে। এবার লা লিগায় হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন
আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
লা লিগার ইতিহাসে মেসি একমাত্র ফুটবলার যিনি টানা ১৩ মৌসুম ধরে ২০টি অথবা তার বেশি গোল করেছেন। এ ছাড়া বার্সেলোনার হয়ে ৭৬৭তম ম্যাচে খেলেছেন মেসি, এর আগে জাভি হারনান্দেজ সমান ম্যাচ খেলেছেন। আর এক ম্যাচ খেললেই তিনি ছাড়িয়ে যাবেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৭৬৭ ম্যাচে মেসি গোল করেন ৬৬১টি। গোলে সহায়তা করেন ২৯০বার।
সোমবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৫+৪) হুয়েস্কার রাফায়েল মির গোল করে ব্যবধান কমান।
বিরতি থেকে ফিরেই অস্কার গোল করে বার্সেলোনাকে আরো এগিয়ে নেন। আর ৯০ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরো কমেছে কাতালানদের। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।