লিথুনিয়াকে কড়া হুমকি দিয়েছে রাশিয়া। লিথুনিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদ দিয়ে কিছু পণ্য আনতে বাধা দেওয়ায় মঙ্গলবার এই হুমকি দিয়েছে মস্কো।
মস্কো থেকে ৮০০ মাইল দূরে লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ ছিটমহলটি।
ক্রেমলিনের নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পাত্রুশেভ বলেছেন, ‘রাশিয়া অবশ্যই এই ধরনের বৈরী কাজের জবাব দেবে। যথাযথ ব্যবস্থা…অদূর ভবিষ্যতে নেওয়া হবে…তাদের পরিণতি লিথুয়ানিয়ার জনসংখ্যার ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।’
রোববার লিথুয়ানিয়ার সরকারি রেলওয়ে কর্তৃপক্ষ রাশিয়াকে জানিয়েছিল, বাল্টিক সাগরের কালিনিনগ্রাদে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলজুড়ে ইস্পাত বা আকরিক লোহা পরিবহন করতে পারবে না।
ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা, ধাতু, নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তি পণ্য। এই নিষেধাজ্ঞার মধ্যেও প্রতি মাসে রাশিয়ার প্রায় ১০০টি ট্রেন লিথুয়ানিয়া দিয়ে ইউরোপের কয়েকটি দেশে পণ্য নিয়ে যায়।