উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি এতথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লিবিয়ার বন্যা দুর্গত মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।’
ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে গত দুই দিনে লিবিয়ায় প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। বন্যায় হতাহত আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এ অবস্থায় রাষ্ট্রীয় সব সংস্থাকে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছে লিবিয়ার অন্তর্বর্তী সরকার।
লিবিয়ার পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, দেরনা শহরের দুটি বাঁধ বন্যার স্রোতে ভেঙে যাওয়ার পর বিপর্যয় দেখা দিয়েছে।