সম্পর্ক ডেস্ক: লিবিয়ার তারহুনা অঞ্চলে কমপক্ষে আটটি গণকবরের সন্ধান পেয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এরমধ্যে গণকবরগুলো থেকে মরদেহ উত্তোলণ করা শুরু হয়েছে।
শুক্রবার (১২ জুন) নারী-শিশুসহ ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কবরগুলো থেকে। খবর আনাদোলু এজেন্সির।
মরদেহ উদ্ধারের বিষয়ে তারহুনা শহরের সহকারী প্রধান চিকিৎসক বুরাভি মাসুদ মুহাম্মদ আবু জায়েদ বলেছেন, ‘লিবিয়ার তারহুনা অঞ্চলে গণকবরগুলো থেকে এ পর্যন্ত ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আমিন আল-হাশেমি জানিয়েছেন উদ্ধারকৃত অধিকাংশ মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
এর আগে গেল ৫ জুন ওই অঞ্চলের হাসপাতালের মর্গে ১০৬টি মরদেহ পাওয়া গিয়েছিল। গেল ২৮ মে অপহরনকারীরা লিবিয়ার মেজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যা করেছে।