ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি আদালতের ভেতরে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। এদিকে রাজ্যটির মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২ টা ২২ মিনিটে লুধিয়ানা ডিস্ট্রিক্ট আদালতের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতোটাই তীব্র ছিল যে এতে বাথরুমের দেওয়াল এবং আশপাশের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভেঙে যায়।
লুধিয়ানার পুলিশ কমিশনার গুরপ্রিত সিং ভুল্লার বলেন, বিস্ফোরণের নমুনা সংগ্রহের জন্য পুরো এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চন্ডিগড় থেকে বোমা নিষ্ক্রিয়কারী এবং ফরেনিসিক দলকে ডেকে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।
প্রাথমিক তদন্তে কিছু পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে গুরপ্রিত সিং বলেন, ‘এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছেনা। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি বলেছেন, ‘আমি লুধিয়ানায় যাচ্ছি। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় কিছু দেশবিরোধী অপশক্তি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সরকার সজাগ রয়েছে। দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’
সূত্র: এনডিটিভি।