লেবাননের লিটানি নদীর পাশের একটি লেকে ভেসে এসেছে অন্তত ৪০ টন মৃত মাছ। মূলত দূষিত পানির কারণে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
লেবাননের দীর্ঘতম নদী লিটানি। নদীটির তীরবর্তী এলাকায় অবস্থিত কারাউন লেকে ভেসে আসা এসব মৃত মাছ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবকরা এসব মাছ অপসারণে কাজ শুরু করেছেন। বছরের পর বছর ধরে সুয়ারেজ ও অন্যান্য বর্জ্যের কারণে লিটানি নদীর পানি দূষিত হচ্ছে।
স্থানীয় অধিকার কর্মী আহমাদ আসকার বলেন, ‘লেকের কাছে গত কয়েক দিন ধরে এই অবস্থা চলছে। মাছ ভেসে উঠছিল অস্বাভাবিক পরিমাণে… এটি অগ্রহণযোগ্য।’
স্থানীয় জেলেরা জানিয়েছেন, গত কয়েক দিনে অন্তত ৪০ টন মরা মাছ ভেসে উঠেছে।
নদী কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত মাছগুলো বিষাক্ত এবং এগুলো ভাইরাস বাহিত। জনস্বাস্থ্যের জন্য হুমকি বিবেচনায় লিটানি নদীতে মাছ না ধরার আহ্বান জানিয়েছেন তারা।