পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক (৫৫)।
সোমবার তিনি শপথ নেন। আয়েশার শপথ গ্রহণের অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
জানা যায়, গত দুই দশক ধরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের হাইকোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়েশা। দেশটির সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রায় ঘোষণা করেছেন তিনি।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী ইমরান খান বিচারপতি আয়েশাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হওয়ায় বিচারপতি হওয়ায় আয়েশা মালিককে শুভেচ্ছা। তার জন্য দোয়া এবং শুভকামনা রইল।’