ইউক্রেন শর্ত মানলে ‘মুহূর্তেই’ সামরিক অভিযান বন্ধ করে দেবে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন তথ্য জানিয়েছেন।
পেসকভ জানান, মস্কোর দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে, নিরপেক্ষ থাকার জন্য সংবিধান সংশোধন করতে হবে, ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং বিদ্রোহীদের দখলে থাকা দোনেতস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর সোমবার প্রথমবারের মতো মস্কো তার শর্তের বিস্তারিত বিবরণ দিলো। মস্কোর এই দাবির প্রতিক্রিয়ায় কিয়েভের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত ১২ দিনের অভিযানে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি এলাকা দখল করেছে রাশিয়া। আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে পশ্চিমা দেশগুলো একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, তিনটি অঞ্চল ছাড়া ইউক্রেনের আর কোনো অঞ্চলের দাবি করবে না রাশিয়া।
তিনি বলেন, ‘আমরা সত্যিই ইউক্রেনের নিরস্ত্রীকরণ শেষ করছি। আমরা এটা শেষ করব। তবে মূল বিষয় হল ইউক্রেন যেন তার সামরিক কর্মকাণ্ড বন্ধ করে। তাদের সামরিক অভিযান বন্ধ করা উচিত এবং এরপরে কেউ গুলি করবে না।’