শরতের স্নিগ্ধতায় কাশবনে হারাবো
সবুজ গালিচায় পা ভেজাবো দ্বিধাহীন
হিম ঠান্ডা হাওয়ায় কাশ ফুলের তুলো উড়াবো
ইচ্ছে গুলোকে বল্গাহীনতায় ছড়িয়ে
এলোমেলো পথচলায় স্বস্তি খুঁজে নেব
বহু প্রতীক্ষার পর ছুঁয়ে দেব কাশ ফুলের পেলবতা
আজ আর হারাবো না মেঘেদের ভেলায়
বাহুবৃত্তে বন্দী হয়ে হারাবো চুম্বনের গভীতায়।
শুষে নেব ধোঁয়া ওঠা চায়ের শেষ নিৰ্যাস
ভুলিয়ে দেব ক্লন্তি, আবসাদ
দুশ্চিন্তার পাহাড়টা নামিয়ে দেব হিমাংকের নীচে
হঠাৎ পাখির কুহুতান শুনে
বুকের জমিনে হারিয়ে যাব
কাঁশবন পেলবতায় তোমার মন ছুঁয়ে দেব
এ জীবনে যত না পাওয়া আছে
নিঃশেষ করে দেব
চায়ের শেষ চুমুকে, শরতের এই সকালে।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.