নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। ওই ভিডিওতে ভারতীয় একটি শিশুকে তার ‘জিভ চুষতে’ বলেছেন দালাই লামা
ভিডিওটিতে দেখা গেছে, আধ্যাত্মিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ওই শিশুটি যখন ঝুঁকেছিল তখন ছেলেটির ঠোঁটে চুমু দেন দালাই লামা। এসময় তাকে জিভ বের করতে দেখা যায় এবং তিনি শিশুটিকে তা চুষতে বলেন।
ভিডিওতে দালাই লামাকে জিজ্ঞেস করতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষতে পারো?’
ভিডিওটি টুইটার ব্যবহারকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিওটি শেয়ার করে টুইটার ব্যবহারকারী জুস্ট ব্রুকার্স লিখেছেন, ‘দালাই লামা একটি বৌদ্ধ অনুষ্ঠানে একজন ভারতীয় ছেলেকে চুম্বন করছেন এবং তার জিহ্বা স্পর্শ করার চেষ্টা করছেন। তিনি আসলে বলছেন, আমার জিহ্বা চুষো। কেন তিনি এমন করলেন? এটি অবাঞ্ছিত এবং কারও খারাপ আচরণকে সমর্থন করা উচিত নয়।’
আরেক টুইটার ব্যবহারকারী দীপিকা পুষ্কর নাথ লিখেছেন, ‘আমি কি দেখছি? এটা কি দালাই লামা? শিশু নিপীড়নের জন্য তাকে গ্রেপ্তার করা দরকার।’
২০১৯ সালে দালাই লামার একটি মন্তব্য বড় বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, তার উত্তরসূরি যদি একজন নারী হয় তবে তাকে ‘আকর্ষণীয়’ হতে হবে।
তিনি বলেছিলেন, ‘যদি একজন নারী দালাই লামা হন, তার আরও আকর্ষণীয় হওয়া উচিত।’