বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীকে ভারতের কোচবিহারে তোর্ষা সাহিত্য সংস্থা সাহিত্য সম্মাননা প্রদান করেছেন।গত ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন মেলার আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা লেখকের হাতে তুলে দেওয়া হয়। সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে কলকাতার মন্দাক্রান্তা সেনকেও এই সম্মাননা প্রদান করেন তোর্ষা সাহিত্য সংস্থা।উল্লেখ যে, হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে শিশুসাহিত্যিক হিসেবে খ্যাতিমান। তার বই কলকাতা, উড়িশা ও ত্রিপুরা থেকে নিয়মিত প্রকাশ হয়ে আসছে এবং ভারতের উড়িশা, কলকাতা ও আসাম থেকে একাধিক সাহিত্য সম্মাননা অর্জন করেছেন।হুমায়ূন কবীর ঢালীর গ্রন্থসংখ্যা প্রায় নব্বইটি। গ্রিসের এক স্কুলে তার বই পাঠ্য।হুমায়ূন কবীর ঢালী লেখালেখি ছাড়াও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.