বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর গল্প “হাঁটাবুড়ো” অবলম্বনে ভারতের পশ্চিমবঙ্গে একটি পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করার কথা চূড়ান্ত হয়েছে। এই মর্মে একটি কনফারমেশন লেটারও লেখককে পাঠিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান। আরএমটি ফিল্মস-এর ব্যানারে উল্লেখিত চলচ্চিত্রটি পরিচালনা করবেন ভারতের খ্যাতিমান পরিচালক রোপ আকতার আহমেদ।
ইতিমধ্যে ছবিটির টাইটেল সং ও কলাকুশলী বাছাই চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য যে, “হাঁটাবুড়ো”র টাইটেল সং-ও লিখেছেন হুমায়ূন কবীর ঢালী।উল্লেখ্য যে, হুমায়ূন কবীর ঢালীর শিশুকিশোর গল্পগ্রন্থ ‘ডিয়াওয়ালা’য় হাঁটাবুড়ো গল্পটি সন্নিবেশিত রয়েছে।