সম্পর্ক ডেস্ক: প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার সিংহাসনে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব খান। আজ তার জন্মদিন। সম্পর্কের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা।
করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বজুড়ে আতঙ্ক চলছে।তাই এমন পরিস্থিতে ঘটা করে জন্মদিন পালন করতে চাননা এই অভিনেতা।
১৯৭৯ সালের ২৮ মার্চে তিনি নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। ব্যক্তি জীবনে শাকিব খান এক পুত্রের জনক।যদিও ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। ২০০৮ সালে প্রেম করে বিয়ে করা অপু বিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছেন।
শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। আফতাব খান টুলুর পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাইতো সুখী হতে চায়’। এরপর দর্শকের ভালোবাসা,বিনোদনের প্রতি নিজের ভালোলাগা থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসা সফল ছবি।