কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আলোচনার জন্ম দেন এই নায়িকা।
এবার বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায় পায়েল ঘোষ। এক টুইটে (এক্স) পায়েল ঘোষ লিখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কারণ আমার অভিষেক হয়েছে দক্ষিণী সিনেমার মাধ্যমে। আমার শুরুটা যদি বলিউড দিয়ে হতো, তবে আমাকে উপস্থাপন করতে তারা আমার পোশাক খুলে নিতো। কারণ তারা শিল্পসত্তার চেয়ে নারীদের শরীর বেশি ব্যবহার করে।’
কিছুদিন আগেই পায়েল আরো একটি বেফাঁস মন্তব্য করেন। তার মতে, ‘বলিউড সিনেমায় কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয়।’ খুব শিগগির মুক্তি পাবে পায়েল অভিনীত ‘ফায়ার অব লাভ: রেড’। তা উল্লেখ পায়েল লিখেন, ‘এটা আমার ক্যারিয়ারের ১১ নাম্বার সিনেমা। যদি আমি সবার সঙ্গে শুতাম তাহলে অন্তত এটা আমার ৩০ নাম্বার সিনেমা হতো।’
কাস্টিং কাউচ নিয়ে পায়েল ঘোষ বলেন— ‘বড় সিনেমায় কাজ পেতে শুতে হয়। সেটা ছাড়া সম্ভবই নয়।’
‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেলি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর পরবর্তী সিনেমা ‘ফায়ার অব লাভ: রেড’। এ সিনেমার লিড চরিত্রে অভিনয় করছেন পায়েল।