চীনের রাজধানী বেইজিং ১৯৫১ সালের ডিসেম্বরে শূন্য তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দেশের উত্তর ও উত্তর-পূর্ব অংশে গত সপ্তাহ থেকে রেকর্ড ভাঙা তাপমাত্রার অভিজ্ঞতা হয়েছে বাসিন্দাদের। উত্তর-পূর্বের কিছু এলাকায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সরকারি সংবাদমাধ্যমে বেইজিং ডেইলির তথ্য অনুসারে, ১১ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত বেইজিং-এর একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৩০০ ঘণ্টারও বেশি সময় হিমাঙ্কের নীচে তাপমাত্রা রেকর্ড করেছে, যা ১৯৫১ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি। রাজধানী এই সময়ের মধ্যে টানা ৯ দিন মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সহ্য করেছে।
বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমে হেনান প্রদেশের বেশ কয়েকটি শহরে শীত মোকাবেলায় গরম জিনিসপত্র সরবরাহের সংকটের কবলে রয়েছে। জিয়াওজুও শহরের তাপবিদ্যুৎ সরবরাহকারীরা সরবরাহ নিশ্চিত করার জন্য চাপের মধ্যে রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার তিনটি শহরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে।
শনিবার কেন্দ্রীয় প্রদেশের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে হেনানের অন্যান্য কয়েকটি এলাকায় তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। সপ্তাহান্তে দেশের উত্তর থেকে দক্ষিণে উষ্ণ বায়ু প্রবাহিত হতে পারে।