ব্রেস্টের বিপক্ষে শনিবার দিবাগত রাতে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) ম্যাচটি ৮৯ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে চলছিল। অনেকেই তখন ধরে নিয়েছিল ম্যাচটি ড্র হবে। কিন্তু তাদের ভুল প্রমাণ করলেন লিওনেল মেসি ও কালিয়ান এমবাপ্পে। ম্যাচের ৯০ মিনিটে মেসির অ্যাসিস্টে, এমবাপ্পে দারুণ একটি গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
তার আগে ৩৭ মিনিটে কার্লোস সোলারের গোলে লিড নিয়েছিল পিএসজি। কিন্তু বিরতিতে যাওয়ার আগে (৪৩ মিনিটে) ব্রেস্টের ফ্রাঙ্ক হনোরাট গোল করে সমতা ফেরান। সেই সমতা চলে ৮৯ পর্যন্ত। এরপর মেসি-এমবাপ্পে নিজেদের একই সুঁতোয় গেঁথে গোল করে জয় নিশ্চিত করেন দলের।
এই জয়ে ২৭ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দ্য রেড অ্যান্ড ব্লুজরা। ২৬ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে মার্সেলি আছে দ্বিতীয় স্থানে।
বুধবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে দ্য প্যারিসিয়ানরা। এখন মেসি-এমবাপ্পেদের সামনে লক্ষ্য একটাই, ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জেতা। আগামী শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ স্টাডে রেনে।