সর্ম্পক ডেস্ক: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন। তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে তিনি রাজধানীর শান্তিনগরের বাসায় জ্বরে ভুগছিলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) একজন নেতা জানান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। লাশ হাসপাতালের মর্গের সামনে আছে।
স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় কয়েকদিন আগে তাকে মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তার রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
বৃহস্পতিবার সন্ধ্যার শান্তিনগরের বাসায় তার শ্বাসকষ্ট তীব্র হয়। তখন প্রথমে তাকে রাজারবাগে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসলাম দৈনিক ভোরের কাগজে দীর্ঘদিন ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন।