শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আশান্থা ডি মেল পদত্যাগ করেছেন।হোম টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তার আগে দক্ষিণ আফ্রিকায় ২-০-তে হোয়াইটওয়াশ হয়েছিল লঙ্কানরা। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর পর নির্বাচক হিসেবে পদত্যাগের পরিকল্পনা আগে থেকেই ছিল তার।
কিছুদিন আগে তিনি টিম ম্যানেজারের দায়িত্ব থেকে ইস্তফা দেন। ২০১৮ সালের নভেম্বর থেকে একসঙ্গে দুটি দায়িত্ব পালন করছিলেন তিনি।
ডি মেল বলেছেন, ‘আমি দুটি পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছিলাম, অপেক্ষায় ছিলাম দ্বিতীয় টেস্ট (ইংল্যান্ডের বিপক্ষে) শেষ হওয়ার। আসন্ন সফরের আগে নতুন ম্যানেজারের ভিসা পেতে যেন সমস্যা না হয়, সেজন্য আগেই ম্যানেজারের দায়িত্ব ছেড়েছি। দুই বছর হয়ে গেলো।’
২০১৫ ও ২০১৬ সালে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হওয়াসহ দলে বিভিন্ন ভূমিকা রাখা জেরোমে জয়ারত্নে ম্যানেজারের দায়িত্ব নেবেন বলে শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে। নতুন নির্বাচন কমিটির দায়িত্ব কে পাবেন তা এখনও ঘোষণা হয়নি।