অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী গণআন্দোলন ঠেকাতে আবারো জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন বলা হয়েছে, দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রোববার রাতে বিশেষ এক সরকারি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। যা সোমবার থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও সেবা বজায় রাখতে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
এর আগে গত ১৩ জুলাই গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কলম্বো ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।