শ্রীলঙ্কায় ফেরি ডুবে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১০ জন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে এমন ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, ফেরিটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে তারা কিনিইয়া শহরে তাদের স্কুলে যাচ্ছিল। গ্রামবাসী, পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে ২০ জনকে উদ্ধার করেছে। এদের অধিকাংশই শিশু।
তিনি জানান, ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জন শিশু। আপাতত উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
পুলিশের এই মুখপাত্র বলেন, ‘কী কারণে ফেরিটি ডুবে গেছে তা এখনও জানা যায়নি।’