হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর পোস্টার প্রদর্শনীতে অংশ নিলেন নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা এবং কণ্ঠযোদ্ধারা। গানটি ১৭ মার্চ অর্থাৎ মুজিব বর্ষের প্রথম দিনেই মুক্তি দেওয়া হবে।
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী কণ্ঠযোদ্ধা শহীদ হাসানের অনুরোধে গানটি লিখেছেন ওয়াশিংটন ডিসিতে বসবাসরত লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ। প্রথমে সুর করেছিলেন শহীদ হাসান। পরে তা আরও হৃদয়গ্রাহী করতে সুর দেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সুরকার বিবেক মজুমদার। আর কণ্ঠ দিয়েছেন অঙ্কুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…’।
গত ২৮ নভেম্বর রাতে নিউইয়র্কের একটি পার্টি সেন্টারে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর ব্যানারে ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ শীর্ষক এই পোস্টার প্রদর্শনীতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন মেজর (অব.) মঞ্জুর আহমেদ বীরপ্রতীক, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, রেজাউল বারি, আবুল বাশার, মিজানুর রহমান চৌধুরী, সানাউল্লাহ, এম এ আওয়াল, ফারুক হোসেন ও সাংবাদিক লাবলু আনসার।
ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে গানের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তার আলোকে বক্তৃতা করেন গীতিকার শিব্বীর আহমেদ ও কন্ঠযোদ্ধা শহীদ হাসান। শুভেচ্ছা বক্তব্যকালে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি ও প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, মুজিব বর্ষে দেশ ও প্রবাসে প্রতিটি অনুষ্ঠানে গানটি বাজানো যেতে পারে। এর মধ্য দিয়ে উজ্জীবনী শক্তির সঞ্চার ঘটবে এবং গানে গানে বঙ্গবন্ধুর চেতনা হৃদয়ে শিহরণ জাগবে।
অতিথিদের মধ্যে আরও ছিলেন কমিউনিটি লিডার ও ডেমোক্রেটিক পার্টির সংগঠক মোহাম্মদ এন মজুমদার, তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান, ফখরুল ইসলাম ও জয় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য তপন চৌধুরী, নির্বাচন কমিশনার জাহেদ শরিফ, সদস্য পপি চৌধুরী, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন, নিহার সিদ্দিকী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভূঁইয়া, কোষাধ্যক্ষ আলিম খান, প্রচার সম্পাদক শুভরায়, সদস্য শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমেদ, নেক্সট ড্রিম এলএলসির সিইও খালেদ মাহমুদ, কেয়ার৩৬৫-এর মার্কেটিং ম্যানেজার নিলুফা শিরিন, জামালপুর জেলা সমিতির নেতা শাহীন খান, বাংলাদেশ সোসাইটির নেতা হাসান জিলানী, জেবিবিএর সেক্রেটারি কামরুজ্জামান, বিজনেস অ্যাসোসিয়েশনের নেতা বিল্লাল চৌধুরী, জাতীয় পার্টির সেক্রেটারি আবু তালেব চৌধুরী, শো-টাইম মিউজিকের আলমগীর খান আলমসহ নানা শ্রেণিপেশার প্রবাসীরা।
LYRICS: SHIBBIR AHMED
MUSIC & TUNE: BIBEK MOJUMDER BIBEK
SINGERS: ONKUR MAHMUD, SHUVENDU DAS SHUVO, SHUMI KHAN, SHANAJ CHITRA, TUHIN ASAD, POPY AKTER,