রুপালি পর্দায় একজন অভিনেত্রীকে বিভিন্ন রূপে আবির্ভূত হতে হয়। কখনও তিনি মা, কখনও বোন, কখনও প্রেয়সী। পর্দার বাইরেও এই সম্পর্ক অনেক সময় অটুট থাকে। শুটিং শেষ হয়ে গেলেও অনেকে সেই চরিত্র থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে অভিনেত্রী পরীমনির ক্ষেত্রে।
অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এই সিনেমায় পরীর সন্তানের ভূমিকার যে শিশু অভিনয় করেছে পরী তাকে শুভেচ্ছা উপহার দিয়েছেন। আর এই কাজটি করতে গিয়ে তিনি বিয়ের নাকফুল তুলে দিয়েছেন সেই শিশুশিল্পীর হাতে। বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই।
জানা গেছে সেই শিশুশিল্পীর বয়স মাত্র দুই মাস। অরণ্য আনোয়ার এ ঘটনা প্রসঙ্গে শুক্রবার রাতে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি সেখানে লিখেছেন বাগদানের আংটির কথা। কিন্তু তথ্যটি সঠিক নয় বলে জানান পরীমনি।
শিশুর মায়ের হাতে পরীমনি উপহার তুলে দেওয়ার সময় অরণ্য আনোয়ার চাইছিলেন অন্তত একটা ছবি তুলে রাখতে। কিন্তু অভিনেতা শরীফুল রাজের আপত্তিতে ছবি তোলা হয়নি বলে জানান এই নির্মতা। তিনি পরীমনির প্রশংসা করে ফেইসবুকে লিখেছেন: ‘আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এই আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ যে আমি নই। দুই মাস বয়সি শিশুটির বাবা একজন অটোরিকশা চালক, মা গৃহিণী। স্যালুট, পরীমনি। তোমাকে স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা।’
এদিকে পরীমনি বলেন, ‘ওটা ছিল নাকফুল। যেটা পরে আমি ‘মা’ সিনেমার শুটিং করেছি। আমার বিয়ের সময় রাজ আমাকে দুইটা সোনার নাকফুল দিয়েছিল। একটা আমি বিয়েতে পরেছি। আরেকটা দেখলাম এই সিনেমার মা চরিত্রের সঙ্গে যাচ্ছে। তাই ওটা শুটিংয়ে পরেছিলাম। বড় হয়ে বাচ্চাটি যাতে স্মরণ করতে পারে তাই তার মায়ের কাছে আমার করা মা চরিত্রের একটা সুন্দর স্মৃতি রেখে এলাম। তার মা বলেছে ছেলের বউকে এটা সে দেবে। ভাবুন, এত বছর এই স্মৃতিটা কত যত্নে থাকবে।’