যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলার মুখে সিরিয়ার ইদলিবে সপরিবারে আত্মহত্যা করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশি। বৃহস্পতিবার হোয়াইট হাউজ এমন তথ্য জানিয়েছে।
২০১৯ সালে সিরিয়ার ইদলিবে আবু ইব্রাহিমের পূর্বসূরী আবু বকর আল বাগদাদি মার্কিন হামলায় নিহত হয়। এবার আবু ইব্রাহিমের মৃত্যু আইএসের জন্য সবচেয়ে বড় আঘাত হিসাবে বিবেচনা করা হচ্ছে।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসকে ধন্যবাদ, আমরা যুদ্ধক্ষেত্রে আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশিকে হত্যা করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ইদলিবের আতমে শহরে অবস্থান নিয়েছিলেন আবু ইব্রাহিম। মার্কিন বাহিনীর অভিযানের সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে স্ত্রী ও সন্তানসহ মারা যায় আবু ইব্রাহিম।
২০১৯ সালে বাগদাদি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আবু ইব্রাহিম। তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।