সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ তার সহধর্মিনী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র মেয়ে স্নিগ্ধা হাজারীরও করোনা পজিটিভ হয়েছে। তারা তিন জনই রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর দোয়া কামনা করেছেন শহীদ খন্দকার।