যারা এখনও বুস্টার ডোজ নেননি, তাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজ হচ্ছে কোভিডের জন্য মানুষের সুরক্ষা। এ পর্যন্ত দেশের প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। চলমান বুস্টার ডোজ ক্যাম্পেইন সপ্তাহে আরো এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
শনিবার (৪ জুন) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে বুস্টার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ কার্যক্রম সপ্তাহে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রের মাধ্যমে ৮৫ হাজার সেবক বুস্টার ডোজ প্রদানে কাজ করছেন। টিকা নিয়ে দেশের মানুষ ভালো আছেন। আমাদের দেশের অর্থনীতি ভালো আছে। যারা বুস্টার ডোজ নেবেন তাদের শারীরিক সুরক্ষা আরো ভালো থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের মহাপরিচালক আশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান প্রমুখ।