নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এরপর অভিষেক ঘটে পূর্ণিমার। সেসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন এই দুই নায়িকা। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। সম্প্রতি অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন পূর্ণিমা। এদিকে সেখানে স্থায়ীভাবে বাস করছেন শাবনূর।
অস্ট্রেলিয়া বসেই শুক্রবার (৩ মার্চ) বিকালে শাবনূরকে সঙ্গে নিয়ে ভক্তদের সারপ্রাইজ দেন পূর্ণিমা। ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। এ সময় পাশে শাবনূর ছিলেন।
শাবনূর-পূর্ণিমার সম্পর্ক কেমন? পূর্ণিমা জানতে চাইলে হাসিমুখে শাবনূর বলেন, আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক- এটা একটু পরিষ্কার করে দাও তো।
এরপর পূর্ণিমা বললেন, আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনো অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে- তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন। আমরা সেটা মনে করে কাজ করি।
শাবনূর এ সময় পূর্ণিমাকেও প্রশংসায় ভাসিয়ে বলেন, পূর্ণিমার এতো গুণ! আমার মনে হয়, আমি ওর মতো পারবো না। এতো সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফর্ম করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই।
পূর্ণিমার সঙ্গে এ সময় সিনেমা করার আশ্বাসও দেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয় বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, আমরা দুজন আবার সিনেমা করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো? ইচ্ছে আছে করার। বলেন এই অভিনেত্রী।
শাবনূরের কথায় সায় দিয়ে পূর্ণিমা স্মৃতি রোমন্থন করে বলেন, একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! যখনই শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতা নেই।’ এসব শুনে আমি কোণায় গিয়ে কাঁদতাম।
সবশেষে ভক্তদের ধন্যবাদ-ভালোবাসা জানিয়ে লাইভ শেষ করেন দুই নায়িকা।