সরকারিভাবে দেশব্যাপী ছুটি দিয়েও রাশিয়ায় কমছে না করোনার সংক্রমণ। শনিবার দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। একই সময় মৃতের সংখ্যাও এক হাজার ছাড়িয়েছে।
রুশ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪১ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ এটি। একই সময় মারা গেছে এক হাজার ১৮৮ জন করোনা আক্রান্ত।
গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা সংক্রমণ ঠেকাতে ৭ নভেম্বর পর্যন্ত বেতনসহ ছুটির ঘোষণা দিয়েছিলেন। ৩০ অক্টোবর থেকে ছুটি শুরু হলেও এখনও সংক্রমণ কমার কোনো ইঙ্গিত মেলেনি।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮৭ লাখ মানুষের করোনা সংক্রান্ত হয়েছে। দেশটিতে উৎপাদিত দুটি করোনার টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তবে নাগরিকদের টিকা নেওয়ার অনীহার কারণে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন।