অখিল সাহা, টরন্টোঃ প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা’র আগামী ২৫শে জানুয়ারী শনিবার বিকাল ৪.০০ টায় হোপ ইউনাইটেড চার্চে (২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ, মেন এন্ড ড্যানফোর্থ) দক্ষিন এশিয়ার সমকালীন সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট (Contemporary socio-political issues and concerns of South Asia) নিয়ে দক্ষিণ এশীয় গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। গোলটেবিলে দক্ষিণ এশীয় দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, নেপাল ও শ্রীলংকার বিভিন্ন সংগঠনেরপক্ষে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও নেতৃত্ত¡স্থানীয় প্রবাসী ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট দেশের বিষয়ে বক্তব্য রাখবেন। এ সব সংগঠনের মধ্যে ইন্ডিয়া সিভিল ওয়াচ কানাডার পক্ষে ডঃ অপর্না সুন্দর, এলায়েন্স অব প্রগ্রেসিভ কানাডিয়ান সব্রাম্পটনচ্যাপ্টারের শামসাদ এলাহী শামস, নেপাল বিষয়ে বলবেন মি: চন্দ্র রায়, শ্রীলংকা নিয়ে বলবেন মি: বালা সুব্রামা নিয়াম, বার্মা বিষয়ে বলবেন রোহিঙ্গা এসোসিয়েশন অব কানাডার সভাপতি আনওয়ার আরাকানী এবং পাকিস্তান প্রসঙ্গে বলবেন দি কমিটি অব প্রগেসিভ পাকিস্তানী-কানাডিয়ান সকিচেনার চ্যাপ্টারের মি:ওমরলতিফ। এছাড়াও পিডিআই কানাডার পক্ষে আছেন একাধিক বক্তা।
পিডিআই-এরযুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে প্রেরিত এক বার্তায় জানান যে, শুধু মাত্র বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিনএশিয়ার সমকালীন সমাজ, রাজনীতি ও গণতন্ত্র একটি ক্রান্তি কালের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। বাংলাদেশ জন্মের পর ৪৮ বছর অতিক্রান্ত হলেও মুক্তি যুদ্ধের মৌলিক চেতনা ও স্বাধীনতার মুল্যে রচিতসংবিধানের মুল্যবোধ এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ও গণতন্ত্র ও মানবিকতা সংকট জনক অবস্থায় উপনীত। দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক বিভীষিকা ও অশান্তি ঐ অঞ্চলের জাতীয় অর্থনীতি ধ্বংস, শ্রমজীবি সাধরণ মানুষের প্রতি অর্থনৈতিক শোষণ মাত্রা বৃদ্ধি এবংঐ অঞ্চলে বিশ্ব পুঁজিবাদের থাবা সম্প্রসারণে সহায়তা করছে।এ প্রেক্ষা পটে সকল প্রবাসী সচেতন প্রগতিশীল ও গণ তান্ত্রিক মানুষের সক্রিয়তা দেখানো সময়ের প্রয়োজন। পিডিআই কানাডার সমন্বয়য়ক মাহবুব আলম দক্ষিণ এশিয়ার সকল প্রবাসী দেশপ্রেমিক নাগরিককে উক্ত সভায় সবান্ধব উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.