সহযোগিতা ও সমর্থনের প্রত্যাশায় রাশিয়া সফরে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি প্রতিনিধি দলের বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কো সফররত প্রতিনিধি দলের মধ্যে হামাসের জ্যেষ্ঠ সদস্য আবু মারজুক রয়েছেন।
জাখারোভা আরও জানিয়েছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানিও বর্তমানে মস্কো সফর করছেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সাথে আলোচনা করেছেন। বাঘিরি কানি ইরানের প্রধান পরমাণু আলোচক।
ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসসহ মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য দেশ ও পক্ষের সাথে রাশিয়ার সম্পর্ক রয়েছে। মস্কো বর্তমান সংকটের জন্য মার্কিন কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি মীমাংসার লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।