গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে লেবানন ও ইসরায়েল একটি ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছেছে। লেবাননের ডেপুটি স্পিকার ইলিয়াস বো সাব বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে জমা দেওয়া হয়েছিল। তিনি সম্পতি দেওয়ায় উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইলিয়াস বো সাব বলেছেন, ‘লেবানন তার সম্পূর্ণ অধিকার পেয়েছে এবং তার সব বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় লেবাননের সব প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে অন্য পক্ষেরও একই অনুভূতি হওয়া উচিত।’
লেবাননের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘সীমানা সংক্রান্ত চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা করা হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘এটি একটি ঐতিহাসিক অর্জন যা ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করবে।’