ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে ৷ সম্পর্কের এই সংখ্যাটি আমরা সাজিয়েছি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে ৷ স্বাধীনতা অর্জন বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবজ্বল অধ্যায় ৷ ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন বাঙালি জাতির মুক্তিসংগ্রামের প্রথম সোপান ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযােগ্য নেতৃত্বে বাঙালির মুক্তির সংগ্রাম এক উত্তাল অগ্নীঝরা আন্দোলনের ভেতর দিয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় । দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী এই যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানচিত্র পৃথিবীর বুকে স্থান পায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে । তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা । আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের সব শহীদদেরকে ৷ আর্থ-সামাজিক মুক্তির জন্য ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার স্বপ্নে সাত কোটি বাঙালি জ্বলে ওঠেছিলো শোষকের বিরুদ্ধে, ছিনিয়ে এনেছিলো স্বাধীন বাংলাদেশ। এরই মাঝে চলে গেছে সাতচল্লিশটি বছর কিন্তু আমরা কি পেয়েছি সেই আর্থ-সামাজিক মুক্তি? আমরা কি পেরেছি অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাতে?
জয় বাংলা ।
সোনিয়া হক
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.