বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। এখন এক দফা, এক দাবি—এই সরকারের পদত্যাগ। এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। সে কারণে নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।’
সোমবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর সিপাহি-জনতার অভূতপূর্ব সমন্বয়ে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছিল। আবার নতুন করে ১৫ বছর ধরে গণতন্ত্র হরণ করে আবার স্বাধীনতা হরণ করা হয়েছে। এখন স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলছে।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বিলুপ্ত করুন।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আরও ত্যাগ স্বীকার করতে হবে। লক্ষ্য আদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাবো না।’