প্রধানমন্ত্রীর প্রাক্তন উপ-প্রেস সচিব ও প্রবীণ সাংবাদিক ফারুক কাজী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ল’ রিপোর্টার্স ফোরামের প্রাক্তন সভাপতিও ছিলেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে আরশি কাজী তার বাবার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু গভীর শোক জানিয়েছেন।