সম্পর্ক ডেস্ক: প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সূত্র জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাশুক চৌধুরী কর্মরত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে নেগেটিভ আসে। এর পরই নিউমোনিয়া ধরা পড়ে তার।
মাশুক চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।