পাঁচ সপ্তাহ ধরে টানা লকডাউনের কারণে চীনের সাংহাই শহরের হাজার হাজার বয়স্ক মানুষের ভোগান্তি বেড়েই চলছে। এই মানুষগুলোকে রাখা হয়েছে অস্বাস্থ্যকর কোয়ারেন্টাইন সেন্টারে। অনেকে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। রোববার বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
মার্চের শুরুতে সাংহাইয়ে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে পাঁচ লাখের বেশি মানুষের সংক্রমণ শণাক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ১০ হাজার জনের বয়স ৮০ বছরের বেশি। চীনের কোভিড নিয়ম অনুযায়ী, কেউ সংক্রামিত হলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তাকে অবশ্যই সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠাতে হবে।
এই ধরনের কেন্দ্রে শত শত লোককে একসঙ্গে রাখা অস্বাভাবিক নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কেন্দ্রগুলোর ছবিতে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। সেখানকার টয়লেটগুলোতে ময়লা জমে আছে এবং আবর্জনা উপচে পড়ে আছে।
সাংহাইয়ের এক নারী বিবিসিকে জানিয়েছেন, তার ৯০ বছর বয়সী দাদি একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে রয়েছেন। তিনি ঠিকমতো ঘুমাতে পারছেন না এবং তাকে বাঁচার জন্য নিজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা আশঙ্কা, পরীক্ষায় পজিটিভ আসা তার ৯১ বছর বয়সী দাদাকেও কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আর সেখানে যাওয়ার মানে হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা।