বাড়ির কাছে সাইকেল চালানোর সময় পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ডেলাওয়্যার রাজ্যে বাইডেনের সমুদ্র সৈকতের বাড়ির কাছে এ ঘটনা ঘটেছে।
হোয়াইট হাউজের একটি পুল রিপোর্টের ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছরের বাইডেন সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপর উঠে দাড়াচ্ছেন। ওই সময় তিনি বলে ওঠেন, ‘আমি ভালো আছি।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ডেলাওয়্যারের রেহোবোথ সৈকতের কাছে একটি সরকারি পার্কে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাইকলে চালাচ্ছিলেন জো। একপর্যায়ে তিনি পড়ে যান। ওই সময় তিনি উঠে দাঁড়িয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।
জো বাইডেন তার শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সাইকেলের ক্লিপ থেকে পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টে শরীরে কোনো কাঁটা-ছেড়ার চিহ্ন দেখা যায়নি। তিনি সুস্থ আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটিয়েছেন।