সম্পর্ক ডেস্ক:- অহেতুক বাইরের ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ায় কয়েকজন তরুণকে অভিনব ‘শাস্তি’ দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। শাস্তি দেওয়া এসব তরুণদের সাদা কাগজে ৫০০ বার লিখতে হয়েছে ‘আমি দুঃখিত’। সোমবার বিকেলে নগরের সিআরবি এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশ জানায়. সোমবার বিকেলে সিআরবি এলাকায় কিছু তরুণকে অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারেননি। তখন একটাই উত্তর দিতে থাকেন ‘সরি’। এরপর ফাঁড়ি থেকে কাগজ-কলম এনে ৫০০ বার করে ‘আমি দুঃখিত’ বাক্যটি লিখে দিতে বলা হয়। যাঁরা লিখতে পারে নাই তাঁদের মুখে ৫০০ বার ‘আমি দুঃখিত’ বলতে হয়েছে। সচেতনতা সৃষ্টির জন্য কোনো শাস্তি না দিয়ে লিখতে বলা হয়েছে। যাতে পরে মনে থাকে।
পুলিশ কর্মকর্তারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বারবার বাসায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু উঠতি বয়সী তরুণেরা কোনোভাবেই ঘরে থাকছে না। পুলিশ গেলে দৌড়ে পালিয়ে যায়। আবার গলির ভেতরে বসে আড্ডা দেয়।
সংগৃহীত # প্রথম আলো