বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার হাত ধরে অনেকে বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছেন; যাদের অনেকে এখন তারকা অভিনেত্রী। কিন্তু সালমান খান তার শুটিং সেটে নারীদের জন্য বিশেষ একটি নিয়ম চালু করেছেন। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রাজা-শ্বেতা দম্পতির কন্যা পলক তিওয়ারি।
সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করেছেন পলক তিওয়ারি। সালমানের সঙ্গে শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে এই নবাগত অভিনেত্রী বলেন— ‘‘আমি ‘অন্তিম’ সিনেমায় সালমান স্যারের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। শুটিং সেটে সালমান স্যারের একটা নিয়ম ছিল— ‘ভালো মেয়ের মতো সেটের সব মেয়েকে বুক ঢাকা পোশাক পরতে হবে।’ সুতরাং আমার মা শুটিং সেটে আমাকে সঠিক পোশাকে দেখেছেন।’’
একটি ঘটনা উল্লেখ করে পলক বলেন, ‘একদিন আমি শার্ট আর জগার্স পরে বাড়ি থেকে বেরোচ্ছি দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলেছিলাম যে, সালমান স্যারের সেটে যাচ্ছি। আমাকে ওই পোশাকে দেখে মা খুব খুশি হয়েছিলেন!’
পলকের দাবি— ‘সালমান স্যার একটু পুরোনোপন্থী মানুষ। আমাদের যেকোনো পোশাক পরা নিয়ে উনার আপত্তি নেই। কিন্তু উনি চান যেন আমরা সুরক্ষিত থাকি, সাবধানে থাকি। উনার বিশ্বস্ত না হলে উনি কাউকে ভরসা করেন না।’