গাজার নুসিরাতে সাহরির সময় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৩৬ জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
হামাস পরিচালিত সংবাদমাধ্যম সালামা মারুফ বলেছে, ‘এটি একটি রক্তাক্ত রাত, অনেক বেশি রক্তাক্ত রাত।’
বার্তা সংস্থা এএফপিকে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, নারীরা যখন সাহরির খাবার তৈরি করছিলেন তখন একটি বিমান হামলা হয়। এতে পরিবারের ৩৬ জন সদস্য নিহত হন।
নিকটবর্তী দেইর আল-বালাহ শহীদ হাসপাতালে আহত ১৯ বছর বয়সী মোহাম্মদ আল-তাবাতিবি বলেন, ‘এটি আমার মা, এটি আমার বাবা, এটি আমার খালা এবং এরা আমার ভাই। আমরা যখন সেখানে ছিলাম তখন তারা বাড়িতে বোমা মেরেছে। আমার মা এবং আমার খালা সাহরির খাবার তৈরি করছিল। তারা সবাই শহীদ হয়েছেন।’