দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মধ্যাঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২০টি বাড়ির বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে সিউলের মধ্যাঞ্চলের একটি পাহাড়ে অগ্নিকাণ্ড ঘটে। বিকেল ৫ টার মধ্যে আগুন প্রায় নিভে যায়। এরইমধ্যে দাবানলে ৩০টি ফুটবল মাঠের আকারের বন ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের সাহায্যে আগুন নেভানোর জন্য লড়াই করেছে। এ সময় শহরজুড়ে বন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুন নেভানোর জন্য পানি সরবরাহের প্রচেষ্টায় একাধিক হেলিকপ্টার হান নদীর উপর দিয়ে উড়তে দেখা গেছে।