সিঙ্গাপুরে আরো ১৪ দিন থাকার অনুমতি পেয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে,দুই সপ্তাহ আগে মালদ্বীপ থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে রাজাপাকসে সিঙ্গাপুরে এসেছিলেন। তার ভিসার মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজাপাকসে আশ্রয়ের কোনো আবেদন করেননি এবং তাকে সিঙ্গাপুর সরকার রাজনৈতিক আশ্রয়ও দেয়নি।
ব্যাপক বিক্ষোভের মুখে ১৩ জুলাই দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন গোটাবায়া। পরের তিনি সেখান থেকে সিঙ্গাপুরে চলে যান। ১৫ জুলাই ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।