অস্ট্রেলিয়ার সিডনিতে মহামারি করোনার কারণে লকডাউনের মেয়াদ একমাস (সেপ্টেম্বর মাস পর্যন্ত) বাড়ানো হয়েছে। এছাড়া কিছু এলাকায় আংশিক কারফিউ জারি করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ কারণে আগামী সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত লকডাউন চলবে। আগামী সোমবার থেকে ২০ লাখ মানুষকে কারফিউ মেনে চলতে হবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত।
এ বছরের জুন থেকে সিডনিতে ৫০ লাখ মানুষকে বাড়িতে থাকার বিধিনিষেধ জারি করা হয়। আগামী ২৮ আগস্ট পর্যন্ত জারি ছিল এ বিধিনিষেধ।