শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু-কাশ্মীরের কোটলি জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,কাশ্মীরিরা স্বাধীন হবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে সেই সিদ্ধান্ত কাশ্মীরিদের।ভবিষ্যতে গণভোটে কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়ে মত দিলেও তাদের আবারো সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হবে।
১৯৪৮ সালে কাশ্মীরিদের দেয়া বিশ্ববাসীর প্রতিশ্রুতি পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি এখানে এসেছি প্রথমত মনে করিয়ে দিতে যে, কাশ্মীরের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি জাতিসংঘকে মনে করিয়ে দেব যে, তারা কাশ্মীরিদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।জাতিসংঘসহ প্রতিটি ফোরামে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
ইমরান খান আরও বলেন, মোদির জন্য আমার সবচেয়ে বড় বার্তা হলো, আপনি ভারতে যে বিভাজন করছেন, এই হিন্দুত্ববাদী আদর্শ হয়তো আপনাকে নির্বাচনে জেতাতে পারে, তবে আপনি ভারত ধ্বংসের ভিত্তি স্থাপন করে যাচ্ছেন। আমরা আলোচনার জন্য প্রস্তুত একসাথে কাশ্মীর ইস্যু সমাধান করুন।আমরা আপনাদের সঙ্গে আবার কথা বলতে প্রস্তুত তাই বলে কখনো ভাববেন না,যে দুর্বল অবস্থায় বলে আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছি।