সিরিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
সিরিয়া থেকে ছয়টি রকেট ছোড়া হয় গোলান হাইটস লক্ষ্য করে। এর পরে ইসরায়েলি আর্টিলারি এবং ড্রোনগুলি সিরিয়ার সেনাবাহিনীর একটি কম্পাউন্ড এবং রকেট লঞ্চারগুলোর অবস্থানে হামলা চালায়।
কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। দুটি আঘাত খোলা মাঠে এবং একটি তৃতীয় বাধা দেওয়া হয়।
ফেসবুকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী হামলার জবাব দিয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে বাধা দিয়েছে। হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, শুধুমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে, সিরিয়ার ভূখণ্ড থেকে রকেট ছোড়ার পর গোলান মালভূমিতে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল। তবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।